• আমাদের অনুসরণ করো
 প্রধান শিক্ষকের বানী 
বিসমিল্লাহির রাহমানির রাহীম

পড় তোমার প্রতিপালকের নামে ( আল কোরআন) । 
জ্ঞাণ অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ ( আল হাদিস ) 
মহান আল্লাহ লাখো কোটি শোকরিয়া জ্ঞাপন করছি। যাহারা অত্র রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন । যাহারা মৃত্যবরণ করেছেন তাহাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের কে জান্নাতের আলা মাকান জান্নাতুল ফেরদৌস দান করেন। আর  যিনেরা বেঁচে আছেন তাঁহাদের  কে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম রিজিক দান করে এবং দীর্ঘআয়ু কামনা করছি। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। নাগরিকের এই অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভৃমিকা অনস্বীকার্য। স্বপ্নদ্রষ্ট্র প্রতিষ্ঠাতা দানবীর শিল্পপতি দাতা ,জমি দাতা ,শিক্ষানুরাগী মহৎ কিছু ঐকান্তিক প্রচেষ্ঠায় অর্থ ও ভৃমি এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের সহযোগিতায় চট্টগ্রাম জলার ফটিকছড়ি থানার অর্ন্তগত ফটিকছড়ি পৌরসভা দক্ষিন রাঙ্গামাটিয়া ৪ নং ওয়ার্ড চৌমুহনী বাজার সংলগ্ন এক মনোরম পরিবেশে েগড়ে তুলেন এই বিদ্যাপিঠ। এই প্রতিষ্ঠানের উদ্যেশই হচ্ছে যুগোপযোগি জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদের কে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বর্তমান সরকারের অঙ্গিকার মোতাবেক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অত্র বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটের মাধ্যমে মূলত শিক্ষক শিক্ষর্থাী এবং  অভিভাবক এই তিন অনুসদের নিকট তথ্য উপাত্ত সহজে ও দ্রুততার সহিত  পৌছানো এবং তথ্য প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও অন্যান্য সরকারী-বেসরকারী অফিসের যোগাযোগ রক্ষা করা এই ওয়েব সাইটের লক্ষ্যে  ।  এই উদ্যেগ কার্যকলাপের ম্বচ্ছতা ,গতীশীলতা এবং জবাবদিহিতা মেন নিশ্চিত করবে তেমনি দূনীতি কবল গ্রাম থেকে শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সর্বোপরি  ওয়েব সাইটি বর্তমান সরকারের ডিজিটাল ও সোনার বাংলাদেশ করার মাধ্যমে তৃনমূল পর্যায়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে সেবার মান উন্নত করবে এই প্রত্যাশা করছি। 


মোহাম্মদ আলী 
প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) 
রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়। 
ফটিকছড়ি পৌরসভা,চট্টগ্রাম।
মোবাইল : 01819-356972